হেনরী স্বপন -এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ধবধবে কোলাহলে

মসলিন গায়ে নেই; পুরু ধবধবে কোলাহলে

মেয়েটি বিবন্ত্র হচ্ছে :

মিথ্যে সৌখিন ফ্যাশনে নেমে; শাড়ির দোকানে জোনাকির সাজ

উন্মত্ত মাকড় সুঠাম বুনুনে

জড়িয়েছাে রেশমেরতাঁতে-

লুপে আঁটতে বাহু সঞ্চারী রূপে…

বাষ্পের খামচে ধরা; বনখাগড়ায় ফুসছে আশরাফি বর্বরতা।

হাতের মুঠোয় চেপে নেয়া বিষাদের শ্বাস।

এ-নগর সংস্কারের বিপরিতে ভাগ্য খোঁজে

দোকানের আয়নায় নারী….নিজেকে দেখে:

নিজের শরীর ডাই হলেবিজ্ঞাপনে কেমন মানায়

দুইবুকে নিতে

একটি লেখা বাঁচবে কার অভিজ্ঞতা ভবে?

ফের শতাব্দিতে শব্দের অঘ্রাণে;

ধুলােট হলে লঙ্কাচাষের মাটিতে লুটিয়ে

বেনারসি রঙের ফসফেট সার বুনে দিতে।

রক্তাক্ত খডির রেখা- ভুলে যাওয়া চাপে

কার্পাসে শুভ্র হবে ভাতের উত্তাপ…দুইবুকে নিতে।

আছড়ে ভাঙলে; দুটো দেশ তা- ও পারে

ভাগাভাগি করে নিয়ে,

কতটা কার ভাগ্যকে আটকে রাখবে-ক্রুশকাঁটাতারে

মন্তব্য: