পারাপার, গল্প বিষয়ক পত্রিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin

গল্পের কাগজ-এর প্রকাশ খুবই কম। পারাপার। গল্প বিষয়ক পত্রিকা। প্রথম প্রকাশ জুন ২০২১। সম্পাদক নাহিদ হাসান রবিন। বগুড়া শেরপুর থেকে প্রকাশ। নাহিদ হাসান রবিন এর সম্পাদনার কাল কিন্তু কম দীর্ঘ নয়। এক যুগ। এই সময়ে ‘অপরাজিত’ নামে ছোট কাগজ করছেন। অপরাজিত প্রকাশ হয়েছে ২৫ টি। এখন কথা হলো প্রান্তিক অঞ্চল থেকে এতটা সময় ধরে ছোট কাগজ প্রকাশ করা কম সাধ্যের ব্যাপার নয়। কিন্তু আমাদের তারকাখ্যাত কবি-সাহিত্যিকদের আলাপচারিতায় তারকা কাগজগুলোর গুণগান করতে শুনি। ব্যাতিক্রম যে নেই তা নয়। যাহোক নাহিদ হাসান রবিন ধন্যবাদ পেতেই পারেন এ সংখ্যাটির জন্য। এখানে গল্প আছে। গল্পের আলোচনাও আছে। ফরিদ আহমদ দুলাল, মাহমুদ কামাল, দেওয়ান শামসুর রকিব, রাহমান ওয়াহিদ, ইসরাত তানিয়া, শেলী সেনগুপ্তা, মিলু শামস, আনোয়ার কামাল, লতিফ জোয়ার্দার, নাহিদ হাসান রবিন, আঁখি সিদ্দিকা, প্রত্যয় হামিদ, রিপনচন্দ্র মল্লিক এর ছোটগল্পে সমৃদ্ধ হয়েছে সংখ্যাটি। গ্রন্থ আলোচনা করেছেন রাশেদ রহমান, আল মাকসুদ, শিবলী মোকতাদির ও মনি হায়দার। পারাপারের জন্য শুভ কামনা।

মন্তব্য: