মনজু রহমান

৩২.

এ বকম হলে আমিও চুকে যাবাে কচ্ছপের খােলে

অথবা মরা শামুকের পেটে; পানির গভীরে, অতলে

বন্ধ পুকুরে, শ্যাওলার দঙ্গলে, কচুরি পানার শেকড়ে

যেখানে অন্ধকার অন্ধকার; দেখি, খোঁজো কি করে?

তুমি তাে দূরন্ত কঁকড়া, বালুচরেই হুটহাট ওঠো

সাগর উঠানে তুমি বিলাসীনি; টের পেলে ছােটো

এ রকম হলে আমিও ভেসে যাবাে খড়কুটো কুচি

আমিও ঢুকে যাবাে ঐ বুকে যতাে থাক তােমার অরুচি!

ফেরারি জীবনের চেয়ে তােমার চুম্বনে পোড়া ঢের ভালাে

যতাে তুমি পেছনে; ততাে জীবন্ত আমি ফিরে পাবাে আলাে !

মন্তব্য: