কার্ল মার্কস

Share on facebook
Share on twitter
Share on linkedin

জাহেদ সরওয়ার

প্রতিদিন দেখা হয়, কথা হয়

তােমার কাছেই তাে প্রতিদিনের স্বীকারােক্তি

ভেতরে মােমবাতি জ্বেলে, ক্ষয়রােগীর মত

ঠাণ্ডায় জমে যাওয়া আত্মা নিয়ে।

এত বারুদ, শেষ হয় না বিস্ফোরণের

এত আগুন ছাই চাপা, জ্বলছে, দৌড়াচ্ছে দুনিয়া

লেজে আগুন নিয়ে ঝাপ দিতে মহাসাগরে

ওর়া বলছে যেন কোনাে দৈত্য তাড়া করছে তাকে

এতদিন পরও প্রিয় দরবেশ, ফলে যাচ্ছে তােমার অভিলাষ

সাভারে যখন শ্রমিককে যন্ত্রও মনে করা হয় না

মরে না গেলে যাদের জীবনের কোনাে মূল্যই থাকেনা

তাদের কথা ভেবে ভেবে মরে গেছে তােমার সন্তানেরা

আমরা তবু তাকিয়ে থাকি স্রিয়মান আগুনের দিকে

অনেক বলেছ তুমি, প্রতিদিন জীবন্ত হচ্ছে

আর জীবন্ত হতে হতে জুয়ার দানে নেমে আসছে

তােমার মৃত্যুও।

মন্তব্য: