মনির ইউসুফ এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিষকরম বিষকরম

ছুফিয়া দাদীর ভিটের বড় করই গাছটা কাটার সময় আলি হোছেইন কাকু

যখন বিষকরম বিষকরম বলে হাঁক দিয়েছিল 

তখন থেকে শব্দটি গেঁথে গিয়েছিল আমার মনে, মনকে দেখিনি কখনো, 

কিন্তু ওখানে গেঁথে থাকে সব।

হালার গাছ কাটবি না  বি ষ  ক  র ম

শালার গাছ কাটবি না  বি ষ  ক  র ম

ধর্মের সঙ্গে মানুষের যেমন সম্পর্ক

কোন কিছু জোড়ালাগা বা কাটার সঙ্গে বিষকরম শব্দটির তেমন সম্পর্ক আবিষ্কার করে

আমি আলী হোছেইন কাকুর ঘামের ফোঁটা ও দ্বীর্ঘশ্বাসের উঠা-নামা

মনে গেঁথে রাখি, বলি-           

হালার অভাব যাবি  না      বি  ষ  ক  র  ম

শালার অভাব যাবি না     বি  ষ  ক  র  ম

যেখানে বেড়ে ওঠি সেখানেই ঘুরি, পাড়া বুলায়

আমার নাম হয়ে পরে পাড়া বুলইন্না, কখনো নাড়ার মাঠে ফুটবল খেলি

কখনো রাস্তায় মারবেল, কখনো মহল, কখনো ডাংগুলি

খেলায় মগ্ন হতে হতে সোনা মামুর সঙ্গে হয় আমার ঝগড়াঝাঁটি

খেলায় পেরে না উঠলে হাঁক দিই- পারতে হবে বিষ কররম 

মনে মনে মিনতি করি বিষকরম বিষকরম এবার জয়, এবার জয়

পারব-পারব, হবে-হবে, বিষকরম, বিষকরম, আল্লাহ, আল্লাহ 

ছুফিয়া দাদী বিক্রি করে ফেলে গাছ, ভিটেটা সাফ হয় 

অলক্ষ্মী এসে বাঁধে ঘর, স্বরসতী ও খোঁজে, দাদী সফেদ ফেরেস্তার জন্য

অপেক্ষা করে করে অভাবী পেটে দুটো দনাপানি ভরে দেয়

আর বলে বিষকরম বিষকরম, যা হয় হবে, বিষকরম বিষকরম, 

যা হবার হবে। ‘কোন্ জমিদার বাপু আমায় ডেকে দুটো ভাত দেই!’

আমার যা ইচ্ছে তা করব, যেমন ইচ্ছে কে কার বাল ছিঁড়ে

আমার গাছ আমি কাটব সে কে,  কে সে মানা করবে, মানা করবে

গাছ কাটার কষ্ট নিয়ে  অভাবী বিধবা ছুফিয়া দাদু পাগল হয়ে ওঠে

আলী হোছেইন কাকু গাছগুলো তখন ঠেলাগাড়িতে ভরে মিলে নিয়ে যায়

ছুফিয়া দাদু নিজ আত্মজাকে বিক্রি করার দীর্ণতায় আকুল হয়ে ওঠে

ছুফিয়া দাদুর বিষকরম বিষকরম বি ষ ক র ম ডাক কেউ শুনে না, কেউ বুঝে না

সদ্য দাড়ি গোফ গজানো নব্য বালকের মনে সে বিষকরম ডাক কেন যে মনে গেঁথেছিল

মনকে দেখিনি কিন্তু এখনো গেঁথে আছে সেই ডাক।

বি  ষ কর ম বিষ  ক রম বি  ষক র ম  বিষকরম বিষকরম। 

শালার অভাব কাটে না              বিষকরম

হালার অভাব কাটে না             বিষকরম 

এই অভাব কেউ দেখে না              বিষকরম

দুঃখগুলো গুছে না ক্যান            বিষকরম

মানুষ কেন অমানুষ                 বিষকরম

মানুষ কেন মানুষ                 বিষকরম

বিষকরম বিষকরম বিষকরম বিষকরম বি ষ ক র ম বি ষ ক র ম

পুতিজাম

তোমার  তিলরঙের পুতিজামে ভরে গেছে গাছ

ডালে ডালে মনশালিক

জামের কালো কষ তোমার ফ্রকে লাগিয়ে দিতেই কাঁদলে বেশ

আমার লাগলও ভয়, যদি বলে দাও চাচীকে সর্বনাশ, বকবে কষে

আমার মনে খেলে গেল যে বুদ্ধি তাতেই সারা

তোমাকে কাছে টেনে নিলাম এলোকেশি, 

সালামত চাচার বাঁশঝাড়ে তোমাকে নিয়ে 

বুকের পুতিজামে হাত দিতেই 

লজ্জায় মুখ লুকালে আমার বুকে

আমিও বাঁচলাম হাফছেড়ে

পুতিজামের কষে কষে আমাদের মন যখন ডুবল, 

সূর্যও ডুবতে লাগল সন্ধ্যে

তিলরাঙা পুতিজামে ভরে আছে গাছ এই মৌসুমে 

ঋতুবতী, সময়ের বহমানতা কে পারে ধরে রাখতে

মন্তব্য: