সৃষ্টি, বর্গত কৌম

Share on facebook
Share on twitter
Share on linkedin

হরিচরণ সরকার মণ্ডল

বুলাদি, এখােন কণ্ডোমের সংগ্রহ শিকেয় তােলা থাক

তদারকির দিন ফুরায়, অন্য আলাে

কুড়িয়ে জড়াে করি,

শরীরে শরীরে সেও এক কুহক সংবর্ত উত্তরণ

ছন্দে ও তালে বেজে যায় গদ্য কবিতা।

বুলাদি, আলাের ঘর নাই নষ্টার সম্ভ্রম নাই

তবু আমি জেগে আছি অন্ধকারে বাহুল্য

কণ্ডোমের থলিতে শুক্রকীট কিলবিল করে ক্ষণিক

ক্ষণকাল

অতঃপর সৃষ্টি দ্যাখে প্রস্তুতি প্রজন্মের।

বুলাদি, যৌনতা বুঝিনা বর্গগত কৌম

আর্তি নিয়ে বাঁচি

যৌন ক্ষুধা ও ক্ষুন্নিবৃত্তি সমবৃত্ত ধৃতি

অন্যরকম ফুল ফোটায়

সৃষ্টি সম্মােহন সংগ্রাম উপসংহার।

মন্তব্য: