এখনও ঘুমাওনি তুমি

Share on facebook
Share on twitter
Share on linkedin

মােহাম্মদ জসিম

জ্বর আসছে…

তপ্ত তাওয়ার মতাে তােমার শরীরে-জাকিয়ে বসেছে রােদ্দুর

পুড়ে যাচ্ছে অসমাপ্ত উচ্চারণগুলাে,

ধূলাের সংসারে অতঃপর বিগত ব্যথা-ব্যর্থতার প্রলাপে

রাত জাগছে হতচ্ছাড়া হাতছানি ও একটা হন্তারক চোখ…

আরােগ্য কামনায় যদি কুয়াশার জায়নামাজ পেতে

মেতে উঠি প্রার্থনায়;

কখনও কান্নার স্বরে কতিপয় স্বপ্নের অসমাপ্ত জীবনী ঘেটে

জনৈক জন্মান্ধ এসে পথ দেখানাের ছলে

বেদনার্ত মুখের মানচিত্র চুরি করে চলে যাবে ঈশ্বরের নামে!

মন্তব্য: