মোহাম্মদ জসিম's articles

  1. কবিতা
  2. সপ্তক ৪ বর্ষ ৪ ফেব্রুয়ারি ২০১৪
মােহাম্মদ জসিম জ্বর আসছে… তপ্ত তাওয়ার মতাে তােমার শরীরে-জাকিয়ে বসেছে রােদ্দুর পুড়ে যাচ্ছে অসমাপ্ত উচ্চারণগুলাে, ধূলাের সংসারে অতঃপর বিগত ব্যথা-ব্যর্থতার প্রলাপে রাত জাগছে হতচ্ছাড়া হাতছানি ও একটা হন্তারক চোখ… আরােগ্য কামনায় যদি কুয়াশার জায়নামাজ পেতে মেতে উঠি প্রার্থনায়; কখনও কান্নার স্বরে কতিপয় স্বপ্নের অসমাপ্ত জীবনী ঘেটে জনৈক জন্মান্ধ এসে পথ দেখানাের ছলে বেদনার্ত মুখের মানচিত্র […]
  1. কবিতা
  2. সপ্তক ৩ বর্ষ ৩ ফেব্রুয়ারি ২০১৩
মোহাম্মদ জসিম অবশিষ্ট যন্ত্রনার পোড়াছাই বুকে নিয়ে  চুরি হয়ে গেছে প্রিয় অ্যাশট্রে… অকস্মাৎ অন্ধকারের কালো অ্যাপ্রন জড়িয়ে  দৃশ্যপটে উদিত হলো             সদ্যমৃত স্বপ্নকথিকার মিথ- আর এক বৃষ্টিহীন বর্ষাকাল তোমার দীর্ঘ চুলে বিলি কাটতে কাটতেই চলে গেল; কখন কাকের মতো বিলবোর্ডের ছায়ায় দাঁড়িয়ে জনালায় উঁকি দিয়ে গ্যাছো! আমি একটা পরাবাস্তব দৃশ্য খুঁজতে খুঁজতে                 চলে আসছি ভেতর বারান্দায়…