দেবযানী বসু ‘র কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আজো আছি- ৩

অসম্ভবের রদ ও দরদ বুঝে ফেলে দিই পকেটে তোমার। পকেটের চোখে ডাবল চশমা। টইটুম্বুর র‌্যাফ নামাচ্ছে পানের দোকান। আবার ঝাঁঝিয়ে দিচ্ছে মনখারাপ। আমার তো স্বপ্ন বলে কিছু নেই সবটাই হ্যালুসিনেসন্স্। ঘুমোতে হলে যেতে হবে নদীর আদিমচরে। রাতের স্বপ্নদিনকে কব্জা করে। না বুঝে করা কাজের সংখ্যা বেশি। সেভাবেই শুঁকে গেছি রাতজাগা ওষুধের দোকান, না বুঝেই গরমবৃষ্টি। ক্যানাবিস প্রজাতির নাবালিকা অসুখবাটা মাখে গায়ে। 

মন্তব্য: