নিষাদ নয়ন-এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

প্রবৃত্তি

রাস্তার পাশে প্রতিদিন অপেক্ষাচিত্র

    আর তাদের বাড়ি ফেরা

মধ্যবয়স্ক মানুষ যার অন্য নাম নারী

পথচারীর কামুক চোখ দ্যাখে

        পরিধেয় বসন

আর মন বিবসন করে দ্রৌপদীর শাড়ি

স্বগোক্তির মতো বিপরীত উচ্চারণ কর তুমি

‘সব শালা শুয়োরের বাচ্চা’

আয়ু হারায় গোধূলির বর্ণাশ্রম

জন্ম মৃত্যুর মধ্যবর্তী ব্যবধানে

প্রতিনিয়ত জনম নেয় বুদ্বুদ

জল আর বৃষ্টির সঙ্গমে

অতঃপর মিলিয়ে যায় শূণ্যে

    মৃত্যু উপাখ্যান

আর 

দিগন্তের ধারণা হারায়

    গোধূলির বর্ণাশ্রম।

মন্তব্য: