বাঘিয়ার চর ও একটি নিঃসঙ্গ নােঙর

Share on facebook
Share on twitter
Share on linkedin

সনােজ কুণ্ডু

বাঘিয়ার পলিমাখা চরে নােঙরটি গাঙ হারিয়ে একা। ঘুঘু ডাকা অলস দুপুরে আজও ভাসে সজন হারানাে কান্না। সেই থেকে এ পাড়ার নিসর্গ ছেড়ে সব পাখিরা হলাে নির্বাসিত। মাটিকে প্রণাম করে চলে গেছে মৃত শিল্পীরা। অর্থহীন চুলি খোঁজে ফেরে জন্মান্তর রহস্য। ঠিকানা হারিয়ে বাঘিয়ার লাল কাঁকড় চলে গেছে মধুমতির দেশে। ঝিলের জলে শুকিয়ে যাওয়া উদ্বাস্তু শাপলারা ভেসে ভেসে প্রাণ খোঁজে। বাগানবিলাসের কুমারী লতার স্নেহে একটি তর্জনীর আশ্রয় হলাে। ফ্যাকাশে মানচিত্র যখন উঁইপােকার দখলে। তখনাে একটি বিপ্লবী পাখির চোখে রক্তাক্ত আকাশ।

মন্তব্য: