সনোজ কুণ্ডু's articles

  1. কবিতা
  2. সপ্তক ৪ বর্ষ ৪ ফেব্রুয়ারি ২০১৪
সনােজ কুণ্ডু বাঘিয়ার পলিমাখা চরে নােঙরটি গাঙ হারিয়ে একা। ঘুঘু ডাকা অলস দুপুরে আজও ভাসে সজন হারানাে কান্না। সেই থেকে এ পাড়ার নিসর্গ ছেড়ে সব পাখিরা হলাে নির্বাসিত। মাটিকে প্রণাম করে চলে গেছে মৃত শিল্পীরা। অর্থহীন চুলি খোঁজে ফেরে জন্মান্তর রহস্য। ঠিকানা হারিয়ে বাঘিয়ার লাল কাঁকড় চলে গেছে মধুমতির দেশে। ঝিলের জলে শুকিয়ে যাওয়া উদ্বাস্তু […]
  1. কবিতা
  2. সপ্তক ২ বর্ষ ১ ফেব্রুয়ারি ২০১১
বাওয়ালি এ কলঙ্ক আঁধারের নষ্ট রূপ। আলেক মানুষের খোঁজে অচিন পাখিরে পোষ মানাবে কে! পিতৃধন যে বহতা নদী- তন্ত্রসাধনার সূঁতো ছিঁড়ে সে জীবন বদলাতে চায়! কামনার ভাঁজে যোগী সন্যাসীর গোপন ক্ষয়ে কতো ঋতুবতী মেঘ বৃষ্টি হয়ে ভিজে মাটির সংসার। একজনমের সঞ্চিত কাঠটুকরো দিয়েই তো জ্বলতে হবে বাওয়ালি বন্ধুরে! মৃত্যুর অন্তঃসার শূন্যতায় জীবন হবে কাঁচকুচি শৈশব। […]
  1. কবিতা
  2. সপ্তক ৫ বর্ষ ৬ ফেব্রুয়ারি ২০১৬
অন্ধকারের গুণিন সে আমার কান্নাভেজা পথ- বহতা নদীর মত দীর্ঘ। প্রাচীন মুদ্রাজলে সূচি হয়নি ঋতুবতী তৃষ্ণা। রাতের মত একা কাঁদে পৌরাণিক পাপ। দীর্ঘশ্বাসের অক্ষর গুনে গুনে মনঘড়ি রূপান্তর হয়। আজো আমি চূর্ণে চূর্ণে বিচূর্ণ হই অরণ্য সঙ্গমে। রাত্রির গোপন ভাঁজে ভাঁজে আজো আমার মৃত্যু হয়। নিসর্গের বুকে বাস করে আজো আমি বৃক্ষ নিধন করি। শব্দকে […]
  1. কবিতা
  2. সপ্তক ১ বর্ষ ১ ফেব্রুয়ারি ২০১১
মায়াছল গহন অন্ধকার চাই। ঘরভাঙা ঝড়কে বুকে আগলে রাখি। নীল শােকের নৈবেদ্য সাজিয়ে আমি কার প্রণামের অপেক্ষায় রবাে- প্রাণের মাদল বাজেনি বলে কতাে হেমন্ত রঙ হারালাে। উদাস প্রহরে মিনতী হলাে ছল। সেদিন থেকে অন্ধকার গাঙচিল দিগন্তে ওড়ার নামতা ভুলে গেলাে। আমি নীল দরিয়ার সাদা ফেনায় ভেসে ভেসে ক্লান্ত হই। তবুও গােপন পাপের দাগ মুছেনি বলে […]