বৈশাখী বার্তা ডটকম

Share on facebook
Share on twitter
Share on linkedin

সোহেল সবুজ

প্রতিটি হৃদয় যখন

দুঃখ-গ্লানির মাতাল প্রচ্ছদে লেপ্টে গেছে

সে মুহূর্তে মুঠোভর্তি  পান্তা ভাত-

ইলিশের রূপালী আবেশ ছড়িয়ে গেল… 

রাঙা সারস-

                   কাঁচা মিঠা আমের মুকুল

বাঙ্গালী মেয়ের বৈশাখী শাড়ির ভাঁজে

তোমারই দখলদারিত্ব।

বৈশাখী গান- কবিতা- ছন্দ- নৃত্যে

হৃদয়ের ব্যর্থতায় প্রতিটি বাকে

    বার্তা জানাতে এসো শতাব্দি ধরে।

মন্তব্য: