সোহেল সবুজ's articles

  1. কবিতা
  2. সপ্তক ৪ বর্ষ ৪ ফেব্রুয়ারি ২০১৪
সােহেল সবুজ অ্যাস্ট্রেতে ফেলে রাখা জীবন শুদ্ধ করতে সুটে চলছি গঙ্গার পাড়ে মহাকালের পাতা ছুঁয়ে পিনআপ করতে চাই-  শিরােপা জেতার স্বপ্ন… রমনীরঙের ফুলগুলাে কুয়াশাকে হার মানিয়ে জেগে ওঠে আমার উল্লাস দেখার আশায় কি জানি শুদ্ধ হওয়ার বদলে ডুবে মরবে এই ছাইজীবন।
  1. কবিতা
  2. সপ্তক ৬ বর্ষ ৯ ফেব্রয়ারি ২০১৯
সোহেল সবুজ প্রতিটি হৃদয় যখন দুঃখ-গ্লানির মাতাল প্রচ্ছদে লেপ্টে গেছে সে মুহূর্তে মুঠোভর্তি  পান্তা ভাত- ইলিশের রূপালী আবেশ ছড়িয়ে গেল…  রাঙা সারস-                    কাঁচা মিঠা আমের মুকুল বাঙ্গালী মেয়ের বৈশাখী শাড়ির ভাঁজে তোমারই দখলদারিত্ব। বৈশাখী গান- কবিতা- ছন্দ- নৃত্যে হৃদয়ের ব্যর্থতায় প্রতিটি বাকে     বার্তা জানাতে এসো শতাব্দি ধরে।
  1. কবিতা
  2. সপ্তক ৫ বর্ষ ৬ ফেব্রুয়ারি ২০১৬
সোহেল সবুজ প্রতিটি হৃদয় যখন দুঃখ-গ্লানির মাতাল প্রচ্ছদে লেপ্টে গেছে সে মূহুর্তে মুঠোভর্তি  পান্তা ভাত- ইলিশের সোনালী গন্ধ ছড়িয়ে গেল সবত্র।  রাঙ্গা সারস-                    কাঁচা মিঠা আমের মুকুল বাঙ্গালী মেয়ের বৈশাখী শাড়ির ভাঁজে তোমারই দখলদারিত্ব। বৈশাখী গান- কবিতা- ছন্দ- নৃত্যে হৃদয়ের ব্যার্থতায় প্রতিটি বাকে         বার্তা জানাতে এসো শতাব্দি ধরে।