মেঘ অদিতি ‘র কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ঝাঁপতাল

যৌথ চাদররে ঢাল

ওখানে মুখ রেখেছে

চৌকো আলোয় মাতরযি়শকা

এক, দুই, তনি.. অসংখ্য টুকরো কাচ

তুলে নিতে ভাবি

তুমি যদি বলো নিরাময়ের কথা

আমি কিন্তু ইশারা করছি অসুখহীনতার দিকে

শতাধিক ক্ষত নিয়ে সর্তকতায়

অদৃশ্যে বিভক্ত হতে হতে ভাবছি

এবার শিখে নেবো ঝাঁপতাল

একটা সেতু অন্তত জেগে থাক

এই মধ্যরাতে…

আত্মভাষা

ঝড়জল মাখা বত্রিশ ঘোড়ার নাচে 

পথে ভাসছে বিরতিহীন হাতছানি

অনাসৃষ্টরি র্স্বগীয় ভঙ্গীমায় মশিছে

রঙদার রাতআবগে 

বন্ধদরজায় চমকে ভাবি ….

এ খলোর যোগ্য আমি তো নই

অথচ চাবিওয়ালা, র্স্পধা কি ছিলো না আমার

অজানা ছিলো কেবল তার প্রয়োগকৌশল

তোমার নীরবতা পৌঁছে দিলো জন্মজরায়ুর কাছে

নিরেট শূন্যতার অর্থহীন সেই ডাক নিয়ে 

এখন রক্তে নেচে বেড়াচ্ছো বিষ প্রখরতায়.. 

লুকোনো উৎসুক সব অক্ষর তোমার কাছে জানি

মন্তব্য: