মেঘ অদিতি's articles

  1. কবিতা
  2. সপ্তক ৪ বর্ষ ৪ ফেব্রুয়ারি ২০১৪
মেঘ অদিতি শ্বেতপদ্ম হিমহিম বুকের গহীনে বােধিবৃক্ষ তলে আজ কঠিন চীবর- নবীন-দীক্ষিত এক চেতনসন্ন্যাসী পুরােনাে পথের থেকে সরে আসে ধীরে- নৈরাঞ্জনার তীরে সে সন্ন্যাসী তরুণ হেঁটে চলে একা আজ নির্বাণের খোঁজে বাতাসে বেড়ায় ভেসে পরব্রহ্ম ডাক “চিত্তেনা নিয়তি লােকো”..ভােলাে অন্ধকার
  1. কবিতা
  2. সপ্তক ২ বর্ষ ১ ফেব্রুয়ারি ২০১১
মেঘ  অদিতি প্রবলভাবে জারিত হবার সময় শূন্যতায় হাহাকার করে চারপাশ। যেন মাড়িয়ে যাওয়া শুকনো পাতা আমি। তীব্রতা যত ছড়িয়ে পড়ে ক্রমে বিপন্নতায় গুমরে উঠি। গোঙানিতে ধুলো মিশে যায়। চাপা অন্ধকারের দেওয়াল দুহাতে সরাতে সরাতে হঠাৎ অন্ধ হয়ে যাই। চারপাশে তখন ঝাঁ ঝাঁ স্তব্ধতা। কানের পর্দা ঝিলি­ সেই স্তব্ধতার তোড়ে দুমড়ে যেতে চায়। সব ভুলে যেতে […]
  1. কবিতা
  2. সপ্তক ৩ বর্ষ ৩ ফেব্রুয়ারি ২০১৩
ঝাঁপতাল যৌথ চাদররে ঢাল ওখানে মুখ রেখেছে চৌকো আলোয় মাতরযি়শকা এক, দুই, তনি.. অসংখ্য টুকরো কাচ তুলে নিতে ভাবি তুমি যদি বলো নিরাময়ের কথা আমি কিন্তু ইশারা করছি অসুখহীনতার দিকে শতাধিক ক্ষত নিয়ে সর্তকতায় অদৃশ্যে বিভক্ত হতে হতে ভাবছি এবার শিখে নেবো ঝাঁপতাল একটা সেতু অন্তত জেগে থাক এই মধ্যরাতে… আত্মভাষা ঝড়জল মাখা বত্রিশ ঘোড়ার […]