পরিতোষ হালদার's articles

  1. কবিতা
  2. সপ্তক ৪ বর্ষ ৪ ফেব্রুয়ারি ২০১৪
ছায়াতাপ এক আকাশের মাঁচা থেকে খসে পড়ে মেঘের শিশির হেলেঞ্চা বনে মেঘেরা গায় আকাশ ভাঙ্গা যুবতী গান যুবতী মেয়ে ঘাটে এসে এইসব দেখে মেঘ মনে আকাশ ওড়ায় দুই কী বিষাদ হাওয়া নাকছাবি রােদে সূর্য আঁকে লাল-নীল-হলুদ সূর্য অবশেষে সাত সূর্য রােদ মাপে…. রােদ মাপে যুবতী মেয়ে উঠোনে ছৌ নাচে আর নিমপাতা শরীরে তােলে উষ্ণতার কামরাঙ্গা […]
  1. কবিতা
  2. সপ্তক ২ বর্ষ ১ ফেব্রুয়ারি ২০১১
আরশিনগর গাছে গাছে নিঃশব্দ কুসুম। আমি যাবোÑ ওই বাগান আমার, ওই শিল্পরেখা আমার বিস্ময়। আকাশ বোনের বুকে নীলের গহন। আমি তার সহদর ভাই। আমার পেছনে ধবলিমা স্মৃতি, দৃশ্যের দু-চোখে অনন্ত সুমুখ। অধিক জন্মের ঘোরে কার চোখে রেখেছি ডাগর। সেই সোনার চাঁন কই গেলো, তারে খুঁজি রাতের গোপনে। লালনের হাত ধরে হাঁটি, ছেঁউড়িয়া পার হয়ে যাই- […]
  1. কবিতা
  2. সপ্তক ৫ বর্ষ ৬ ফেব্রুয়ারি ২০১৬
সমান্তরাল যে কোন ছায়ার ভেতর বাস করে কিছু পাপ ও নির্জনতা। তাই কাঁচ ভেঙ্গে গেলে শব্দ হয়, আলো আসলে চিকচিক করে ওঠে বালু। তোমার কাছে যাবো বলে সকাল থেকে দাঁড়িয়ে আছে যে মনখারাপ হাওয়া; এবারের চৈত্রে তার মাতাল হওয়া হবে না। কারণ জ›মদিনে তুমি তার হাতে পরিয়ে দিয়েছ ছায়ার ঘড়ি- যাতে সারাদিন নির্জনতার শব্দ হয়। […]
  1. কবিতা
  2. সপ্তক ৩ বর্ষ ৩ ফেব্রুয়ারি ২০১৩
নদী ও হারিয়ে যাওয়া গল্প একদা নদী মরে গিয়ে জন্ম নিতো অজ¯্র কবুতর। তারা বৃক্ষের ডাকবাক্সে চিঠি এনে দিতো। এখন রোজ টেলিফোনে কথা হয় তোমার সাথে- তাপমাত্রা ও পাখির মাংশের স্বাদুতা নিয়ে। যদিও তোমার অবস্থান এবং রান্নাঘর বিষয়ক কোন তথ্যই আমি জানিনা। ঠিকানা পেলে একদিন ট্রেন চালিয়ে চলে যাব তোমার বাড়ি। শুনেছি অন্ধকার ভালোবাস তাই […]
  1. কবিতা
  2. সপ্তক ১ বর্ষ ১ ফেব্রুয়ারি ২০১১
একাকী খনিজ ভুলে গেছি সব। কোন হাতে পাত্র রাখি কোন হাতে সােনার গােলক। ঘনকুয়াশার বনে হাঁটতে হাঁটতে ফিরে গেছে আমার সকাল। তিস্তা-বেগবতী-নিলাক্ষী কত শত নদীর নামে তােমারে ডাকতে গিয়ে প্রাণের শ্রাবণে কখন যে হয়ে গেছি জল। রূপালী শস্যের টানে সাঁই সাঁই উড়ে আসে পাখিদের ঝাঁক। ফড়িঙের ঘাস দেহে উদ্যানের প্রগাঢ় মমতা। কেবল ছায়ারা ডাকে, পার […]